পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাতে চোট পান ব্রিটিশ অল রাউন্ডার বেন স্টোকস
Friday, December 8 2023, 1:22 pm
Key Highlightsবড় ধাক্কা রাজস্থান রয়্যালস শিবিরে। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান ব্রিটিশ অল রাউন্ডার। ক্রিস গেলের ক্যাচ ধরতে গিয়ে চোট লাগে স্টোকসের। তবে সেই ক্যাচ সফল ভাবেই ধরেন এই অলরাউন্ডার। এরপরই চোটের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। আঙুল ভেঙ্গে গিয়েছে তাঁর। মহম্মদ শামি তাঁর উইকেট তুলে নেন। স্টোকসের না থাকা রাজস্থান রয়্যালসের পক্ষে বিরাট বড় ধাক্কা।
- Related topics -
- আইপিএল ২০২১
- বেন স্টোকস
- আহত
- আইপিএল

