রাসেলের ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন - ‘ও তো খোঁড়াচ্ছে’, বললেন ভন

Monday, April 19 2021, 7:56 am
রাসেলের ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন  - ‘ও তো খোঁড়াচ্ছে’, বললেন ভন
highlightKey Highlights

কেকেআর-এর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মাইকেল ভন। ইতিমধ্যে রবিবার আরসিবি-র বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচ নিয়ে চলছে নানা সমালোচনা। আন্দ্রে রাসেলের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। অনেকের মতে, শুধু ষ্টার ক্রিকেটার হলেই হবে না, রাসেলকে পরিস্থিতি বুঝতে হবে। ভন বলেছেন, রাসেলকে বোলিং করতে দেখলে ফিটনেসের অভাব রয়েছে তা পরিষ্কার বোঝা যায়। গতকালের ম্যাচে রাসেল শুধু নিজের স্ট্রাইক ধরে রেখেছিলেন, ভালো খেলতে পারেননি বলেই জানিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File