I-PAC Case | ‘ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি’- আইপ্যাক মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট, মুলতুবি ইডির মামলা

Wednesday, January 14 2026, 2:17 pm
I-PAC Case | ‘ইডি কোনও নথি বাজেয়াপ্ত করেনি’- আইপ্যাক মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট, মুলতুবি ইডির মামলা
highlightKey Highlights

আদালত সওয়াল জবাব শেষে এই মামলার নিষ্পত্তি করে দেয়। ইডি আইপ্যাক নিয়ে যে মামলা করেছে, আপাতত তার শুনানি মুলতুবি করা হয়েছে।


আজ বুধবার কলকাতা হাইকোর্টে তৃণমূলের আইপ্যাক মামলার নিষ্পত্তি হলো। আজ আদালতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু হাইকোর্টে যুক্তি দেন, ঘটনার দিনের কোনও নথি বাজেয়াপ্ত করেনি ইডি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মিস্টার রাজু বলেছেন, তৃণমূলের কোনও কিছু বাজেয়াপ্ত হয়নি। তাই বিচারপতি এই মামলা খারিজ করে দিয়েছেন।” ইডি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। তাই হাইকোর্টে মামলার মুলতুবিতে ইডির দাবিকে মান্যতা দেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামিকাল, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে হবে আইপ্যাক মামলার শুনানি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File