RG Kar | বিরুপাক্ষ বিশ্বাস ও অভীক দে'র বিরুদ্ধে অভিযোগের 'সত্যতা' পেল স্বাস্থ্য দফতর নিযুক্ত তদন্ত কমিটি
Wednesday, October 23 2024, 10:07 am
Key Highlightsস্বাস্থ্য দফতর নিযুক্ত তদন্ত কমিটি আরজিকর কাণ্ডে 'জড়িত' ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেল।
স্বাস্থ্য দফতর নিযুক্ত তদন্ত কমিটি আরজিকর কাণ্ডে 'জড়িত' ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেল। জানা গিয়েছে, রাজ্যের পাঁচটি মেডিকেল কলেজের প্রিন্সিপালদের হুমকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, ছাত্রছাত্রী, নার্সদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন থানায় এফআইআরও আছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই বিরুপাক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে তদন্ত কমিটির তরফে। এদিকে, এসএসকেএম হাসপাতালে পিজিটি ডক্টর অভীক দে'র বিরুদ্ধে নানান অভিযোগ 'প্রমাণিত'।

