Vinesh Phogat | অলিম্পিকে পদক পাবেন ভিনেশ? আন্তর্জাতিক ক্রীড়া আদালতে জমা পড়ল সব নথি
ভিনেশ ফোগাট পদক পাবেন কি না সেই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত জমা পড়লো যাবতীয় নথি।
ভিনেশ ফোগাট পদক পাবেন কি না সেই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত জমা পড়লো যাবতীয় নথি। ভিনেশের পক্ষে নথি জমা দিয়েছেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। উল্লেখ্য, শুক্রবার প্রথমে ফরাসি উকিলরাই ভিনেশের হয়ে কথা বলা শুরু করেন। তারপর বিশ্ব কুস্তি সংস্থা, অলিম্পিক কমিটির পক্ষ থেকে সওয়াল করেন। সবার শেষে ভারতের অলিম্পিক সংস্থার হয়ে আসেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। তিনি প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট ধরে ভিনেশের পক্ষে সওয়াল করেন। যদিও চূড়ান্ত রায় নিয়ে ধোঁয়াশায় সকলেই।