ফের নেপালে ভয়ঙ্কর তুষারধস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিমালয়ের বেসক্যাম্প থেকে পর্বতারোহীদের পালানোর দৃশ্য
মাউন্ট মানাসলুর ক্যাম্প ফোরের ঠিক নীচে তুষারধস। নেপাল সরকার এ বছর মানসলুর বেসক্যাম্প থেকে পর্বতারোহনের জন্য ৪০০টিরও বেশি পারমিট দিয়েছে।
নেপালে হিমালয়ের মানসলু বেসক্যাম্পে আঘাত হানল বিশাল তুষারধস। এক সপ্তাহআগেই নেপালে তুষারধসে এক ভারতীয়-সহ দুজনের মৃত্যু হয়েছিল। আবারও তুষার ধস হানা দিল হিমালয়ের বেসক্যাম্পে। এই বেসক্যাম্প পুরো ধ্বংস হয়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফের ভয়ঙ্কর তুষারধসের কবলে পড়ল নেপাল!
২৬ সেপ্টেম্বর ভয়ঙ্কর তুষারধসের কবলে পড়েন পর্বতারোহীরা। ২ জন নিহত হন ১১ জন আহত হন গুরুতর। মাউন্ট মানাসলুর ক্যাম্প ফোরের ঠিক নীচে তুষারধ হয়েছিল। তারপর উদ্ধারকার্য শুরু হয়। হেলিকপ্টার সার্ভিসে তল্লাশি চালানো হচ্ছিল। তারই মধ্যে ফের হানা দিল তুষারধস।
নেপাল সরকার এ বছর মানসলুর বেসক্যাম্প থেকে পর্বতারোহনের জন্য ৪০০টিরও বেশি পারমিট দিয়েছে। তারপরই ২৬ সেপ্টেম্বর ভয়ঙ্কর তুষারধসের কবলে পড়েন পর্বতারোহীরা। ২ জন নিহত হন ১১ জন আহত হন গুরুতর। মাউন্ট মানাসলুর ক্যাম্প ফোরের ঠিক নীচে তুষারধ হয়েছিল। তারপর উদ্ধারকার্য শুরু হয়। হেলিকপ্টার সার্ভিসে তল্লাশি চালানো হচ্ছিল। তারই মধ্যে ফের হানা দিল তুষারধস।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- তুষার ধস
- হিমাচল প্রদেশ
- পর্বতারোহী