Howrah | শিশু মৃত্যুর ঘটনায় তোলপাড়, জিটি রোড অবরোধ বাসিন্দাদের, এলাকায় নামলো র্যাফ
Saturday, August 16 2025, 2:30 pm

শনিবার বিকেলে মল্লিক ফটকের কাছে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
শুক্রবার শালিমার ৫ নং গেট বালিঘাটের কাছে একটি বাচ্চা দুর্ঘটনার স্বীকার হয়। একটি স্কুটি এসে শিশুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তড়িঘড়ি শিশুটিকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। শনিবার চিকিৎসারত অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য শিশুটির দেহ নিয়ে যাওয়ার সময়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন ও স্থানীয় কিছু বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন হয়। শিশুটির পরিবারের অভিযোগ, অভিযুক্ত চালককে আটক করা হলেও আজ সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- হাওড়া জেলা
- হাওড়া
- শিশুমৃত্যু
- পথদুর্ঘটনা
- রাস্তা অবরোধ