তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ আমেরিকা, সৌদির সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের পরিকল্পনা বাইডেনের
সম্প্রতি সৌদি সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে তিনি বৈঠকও করেন। দ্বিপাক্ষিক বৈঠকের আশ্বাসও দেন।
ওপেক সম্মেলনে সৌদি নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলো রাশিয়ার পাশে থাকে। তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়। এরপরেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে চলেছেন।
ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয় প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে যা বলার বলে দিয়েছেন। রিয়াদের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে ভাবার সময় এসেছে। আমাদের আমেরিকার সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার সময় এসেছে। অপেকের সিদ্ধান্তের ভিত্তিতেই প্রেসিডেন্ট রিয়াদের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা ভাবছেন।
তিনি জানিয়েছেন, মার্কিন কংগ্রেসের সঙ্গে রিয়াদ আদৌ সম্পর্ক রাখতে চায় কি না, একসঙ্গে কাজ করতে চায় কি না, তা এবার ভেবে দেখতে হবে। তিনি জানিয়েছেন, এই বিষয়ে এখনও মার্কিন কংগ্রেসে কোনও আলোচনা হয়নি। অন্যদিকে, আমেরিকার ইন্টারন্যাশনাল রিলেশন কমিটির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান বব মেনেনডেজ ওয়াশিংটনকে রিয়াদের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- সৌদি আরব
- তেল উৎপাদন
- জো বাইডেন