INS Himgiri | নৌসেনার শক্তি বাড়ালো গার্ডেনরিচ, হাতে এলো ব্রহ্মস ও বারাক মিসাইল বহনকারী INS হিমগিরি!
Friday, August 1 2025, 6:41 am

নৌসেনার হাতে ব্রহ্মস ও বারাক মিসাইল বহনকারী INS হিমগিরি তুলে দিলো গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স।
দেশের নৌসেনার শক্তি বাড়ালো গার্ডেনরিচ। নৌসেনার হাতে ব্রহ্মস ও বারাক মিসাইল বহনকারী INS হিমগিরি তুলে দিলো গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স। INS হিমগিরি ভারতীয় নৌবাহিনীর নীলগিরি ক্লাসের প্রথম ফ্রিগেট। এটি P17A ফ্রিগেট সিরিজের অধীনে নির্মিত এবং ভারতের দ্বিতীয় ৬৬৭০ টনের নীলগিরি ক্লাসের যুদ্ধজাহাজ। এতে রয়েছে উন্নত স্টেলথ ডিজাইন ও কাঠামো সহ একাধিক অত্যাধুনিক র্যাডার ও সেন্সর সিস্টেম। হিমগিরি মূলত সমুদ্র সীমার সুরক্ষা, বিমান হামলা প্রতিহত, সাবমেরিন হান্টিং, ও সমুদ্রে স্ট্রাইক অপারেশনে ব্যবহৃত হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- ভারতীয় নৌবাহিনী
- যুদ্ধজাহাজ
- গার্ডেনরিচ