Infosys | 'ওয়ার্ক ফ্রম হোম' অনেক হয়েছে, মাসে অন্তত ১০দিন অফিসে আসতেই হবে - ইনফোসিস
Friday, March 7 2025, 2:52 pm
Key Highlightsমাসে ন্যূনতম ১০ দিন অফিসে আসার নিয়মটা কঠোরভাবে চালু করতে চলেছে ইনফোসিস।
এবার থেকে সম্পূর্ণ 'ওয়ার্ক ফ্রম হোম' পাবেন না কোনো কর্মী। হাইব্রিড ওয়ার্ক মডেলে কাজ করতে হবে তাঁদের। এই ঘোষণা করেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। ইনফোসিস জানিয়েছে, কতদিন 'ওয়ার্ক ফ্রম হোম' করা যাবে সেটা সংস্থার নির্ধারণ করবে। এই নির্ধারণের প্রক্রিয়া আগামী ১০ মার্চ থেকে শুরু হবে। সূত্রের খবর, কঠোরভাবে মাসে ন্যূনতম ১০ দিন অফিসে যাওয়ার নিয়ম চালু করতে চলেছে এই সংস্থা। ইতিমধ্যেই ফেব্রুয়ারি থেকে কর্মীদের বেতন বৃদ্ধি করেছে তাঁরা।

