Russia Inflation | যুদ্ধের ধাক্কায় কাহিল রুশ অর্থনীতি! রাশিয়ায় অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছলো মুদ্রাস্ফীতি
দীর্ঘ তিন বছর ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে কাহিল রুশ অর্থনীতি। অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে গিয়েছে রাশিয়ার মুদ্রাস্ফীতি।
দীর্ঘ তিন বছর ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে কাহিল রুশ অর্থনীতি। অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে গিয়েছে রাশিয়ার মুদ্রাস্ফীতি। মাখন, মাংস, পেঁয়াজের দাম গতবছরের তুলনায় বেড়ে গিয়েছে ২৫ শতাংশ। বহু সুপার মার্কেট ‘মহার্ঘ’ মাখন তুলে রাখছে তালাবন্ধ ক্যাবিনেটে। সরকারি সূত্রে খবর, ক্রেমলিন বিপুল অর্থ খরচ করেছে সামরিক ক্ষেত্রে। লক্ষ লক্ষ রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে যুদ্ধে সেনামৃত্যুর জন্য বিপুল আর্থিক সাহায্যও দিতে হচ্ছে। অন্যান্য ক্ষেত্রে কর্মী পিছু খরচও বেড়ে যাচ্ছে কর্মীর অপ্রতুলতার জন্য। যার জেরেই মুদ্রাস্ফীতি।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- রাশিয়া সরকার
- অর্থনীতি
- অর্থনৈতিক
- ইউক্রেন
- যুদ্ধ