Indonesian Plane | মাঝআকাশ থেকে উধাও যাত্রীবাহী বিমান, তুমুল চাঞ্চল্য ইন্দোনেশিয়ায়!
Saturday, January 17 2026, 5:31 pm

Key Highlightsবিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর আচমকা সেটির সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন হয়ে যায়।
ফের মাঝ আকাশ থেকে উধাও হলো বিমান। ফিরলো এমএইচ ৩৭০ বিমান বিপর্যয়ের স্মৃতি। সূত্রের খবর, শনিবার বেলায় ইন্দোনেশিয়ার যোগকার্তা থেকে মাকাসার উদ্দেশে রওনা দিয়েছিল এটিআর ৪২-৫০০ বিমান। উড়ানটিতে ‘ত্রু’ সমেত মোট ১১ জন যাত্রী ছিলেন। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পর আচমকা সেটির সঙ্গে যাবতীয় যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তারপর থেকে বিমানটির আর খোঁজ মেলেনি। বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। সে দেশের পরিবহন মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় বিমানটিকে খোঁজার চেষ্টা চলছে।


