Kolkata to Phuket | থাইল্যান্ড প্রেমীদের জন্য ভালো খবর! কলকাতা থেকে চালু হলো নয়া আন্তর্জাতিক রুটে উড়ান পরিষেবা

Saturday, December 28 2024, 8:52 am
highlightKey Highlights

২৭ ডিসেম্বর থেকে কলকাতা থেকে থাইল্যান্ডের ফুকেট পর্যন্ত উড়ান পরিষেবা চালাবে IndiGo।


কলকাতা থেকে চালু হলো নয়া আন্তর্জাতিক উড়ান। ২৭ ডিসেম্বর থেকে কলকাতা থেকে থাইল্যান্ডের ফুকেট পর্যন্ত উড়ান পরিষেবা চালাবে IndiGo। কলকাতা থেকে ফুকেট রুটে রোজ উড়বে ইন্ডিগোর বিমান। ইন্ডিগোর ওয়েবসাইট অনুযায়ী, ১ জানুয়ারি এই উড়ানের ভাড়া ৮৩৯২। ৩ এবং ৪ জানুয়ারি ভাড়া ১২ হাজার ৮৮৬ টাকা। রবিবার তা ১০ হাজার ৬৬৫। এই নতুন বিমান রুটের মাধ্যমে এখন ভারত ও থাইল্যান্ডের মধ্যে ৯৩টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে IndiGo। এর মধ্যে ইন্ডিগোর ১১টি সাপ্তাহিক উড়ান কলকাতা থেকে ব্যাংকক যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File