Andal-Varanasi Flight | অন্ডাল থেকে বারাণসী বিমান পরিষেবা দিচ্ছে ইন্ডিগো, দেখে নিন সময়সূচি

Friday, October 3 2025, 1:26 pm
highlightKey Highlights

বিমানবন্দর সূত্রে খবর, দুর্গাপুর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর তিনটের সময়ে বারাণসী পৌঁছবে ফ্লাইট।


কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের ২৮ অক্টোবর থেকে আসানসোল থেকে বারাণসী বিমান পরিষেবা চালু হবে। আপাতত মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই রুটে বারাণসী অবধি বিমান চালাবে ইন্ডিগো। বিমানবন্দর সূত্রে খবর, দুর্গাপুর থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর তিনটের সময়ে বারাণসী পৌঁছবে ফ্লাইট। আবার ৩টে ২৫ মিনিটে বারাণসী থেকে ছেড়ে বিকেল ৫টার সময় দুর্গাপুরে ফিরবে ফ্লাইট। বর্তমানে অন্ডাল থেকে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভূবনেশ্বর, বাগাডোগরা ও গুয়াহাটি রুটে নিয়মিত ফ্লাইট পরিষেবা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File