IndiGo Flight Chaos | ইন্ডিগো বিভ্রাট, CEO পিটার এলবার্সকে বরখাস্তের দাবি করছে কেন্দ্র!
Saturday, December 6 2025, 2:05 pm
Key Highlightsকেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক ইন্ডিগোকে একাধিক স্তরে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে।
গত পাঁচ দিন ধরে গোটা দেশ জুড়ে ইন্ডিগোর পরিষেবা বেসামাল। ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী। ইতিমধ্যেই বিমান সংস্থার বিরুদ্ধে উচ্চপদস্থ তদন্তে নেমেছে কেন্দ্র। সূত্রের খবর, ইন্ডিগোকে একাধিক স্তরে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক। গুঞ্জন, সংস্থার সিইও পিটার এলবার্সকে সরানোর দাবি তুলতে চলেছে কেন্দ্র। যদিও পিটার জানিয়েছে, "আমাদের সংস্থার কাজের পরিধি ও জটিলতার কথা মাথায় রেখে আশা করছি আমরা ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি স্বাভাবিক পরিষেবা দিতে পারব।"
- Related topics -
- দেশ
- ইন্ডিগো
- ইন্ডিয়া গো বিমান
- সিইও
- বিমান
- বিমান পরিষেবা
- ভারত

