IndiGo Flight Chaos | বুধেও একগুচ্ছ বিমান বাতিল ইন্ডিগোর, ক্ষমা চেয়ে CEOকে হুমকি বিমান পরিবহণ মন্ত্রীর

হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে বিমানসংস্থার সিইও পিটার এলবার্সকে তিনি বরখাস্ত করবেন।
টানা সাতদিনেরও বেশি সময় ধরে ইন্ডিগোর পরিষেবা বেহাল। বুধবারও দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক বিমান বাতিল করেছে সংস্থাটি। হয়রানির শিকার যাত্রীরা। এ ঘটনায় ক্ষুদ্ধ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু। এদিন তিনি বলেন, “সবদিক খতিয়ে দেখা হচ্ছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিগোর বিরুদ্ধে। কাউকে রেয়াত করা হবে। প্রয়োজনে বিমানসংস্থার সিইও-কেও বরখাস্ত করতে পিছপা হব না। গত সাত দিন ধরে, আমি ঠিক মতো ঘুমাতে পারিনি।একাধিক বৈঠক করেছি। ইন্ডিগোর এই বিপর্যয়ে আমি ক্ষমাপ্রার্থী।”
- Related topics -
- দেশ
- ইন্ডিগো
- বিমান
- বিমান পরিষেবা
- ভারতীয় বিমান
- বরখাস্ত
