Wholesale Inflation । ১৪ মাসে সর্বোচ্চ পাইকারি মূল্য ভিত্তিক মুদ্রাস্ফীতি! মে মাসে মুদ্রাস্ফীতি বেড়েছে ২.৬১ শতাংশ!

Friday, June 14 2024, 10:13 am
highlightKey Highlights

১৪ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের পাইকারি মূল্য ভিত্তিক মুদ্রাস্ফীতি।


১৪ মাসের মধ্যে সর্বোচ্চ ভারতের পাইকারি মূল্য ভিত্তিক মুদ্রাস্ফীতি। শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, মে মাসে ভারতের পাইকারি মূল্য ভিত্তিক মুদ্রাস্ফীতি ২.৬১ শতাংশ বেড়েছে। যা কি না গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এবছরের এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতির হার ১.২৬% হারে বৃদ্ধি পেয়েছিল। খাদ্যপণ্যের দাম এপ্রিলে ৫.৫২% বৃদ্ধি হয়েছিল। আর মে মাসে তা ৭.৪% বেড়েছে। অন্যদিকে সবজির দাম আগের মাসে ২৭.৯৪% বৃদ্ধি পেয়েছিল পাইকারি বাজারে। মে মাসে তা ৩২.৪২% হারে বেড়েছে।  




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File