IND vs ENG | ইংল্যান্ডের বিরুদ্ধে অপ্রত্যাশিত জয় ভারতের, কাটলো শেষ ম্যাচে জয়ের খরা!
Tuesday, August 5 2025, 1:03 pm

টেস্ট সিরিজের শেষ দিনে এসে মাত্র ৬ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ড্র করেছে ভারত।
ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অপ্রত্যাশিত জয়। টেস্ট সিরিজের শেষ দিনে এসে মাত্র ৬ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ড্র করেছে ভারত। সেই সঙ্গে তৈরী হলো ইতিহাসও। ওভালে ছিল পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া, যা প্রথম বার। অর্থাৎ বিদেশের মাটিতে এর আগে ১৬ বার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। কিন্তু শেষ ম্যাচ কোনও বারই জিততে পারেনি। তবে এবার ইতিহাস পরিবর্তন করলো ভারতের পুরুষ ক্রিকেট দল।