খেলাধুলা

Sumit Nagal । উইম্বলডনের শুরুতেই পতন! সার্বিয়ার বিরুদ্ধে পরাজিত ভারতের টেনিস তারকা সুমিত নাগাল!

Sumit Nagal । উইম্বলডনের শুরুতেই পতন! সার্বিয়ার বিরুদ্ধে পরাজিত  ভারতের টেনিস তারকা সুমিত নাগাল!
Key Highlights

উইম্বলডনের শুরুতেই ছিটকে গেলেন সুমিত নাগাল (Sumit Nagal)। সার্বিয়ার মিওমির কেসমানোভিকের বিরুদ্ধে হারলেন সুমিত।

উইম্বলডনের শুরুতেই ছিটকে গেলেন সুমিত নাগাল (Sumit Nagal)। সার্বিয়ার মিওমির কেসমানোভিকের বিরুদ্ধে হারলেন সুমিত। কেসমানোভিক-সুমিত নাগালের ম্যাচ (Sumit Nagal Match) এর প্রথম গেমেই ২-৬ ব্যবধানে হেরে যান তিনি। যদিও দ্বিতীয় সেটে লড়াইয়ে ফিরে এসেছিলেন। ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু পরের দুটো সেটে পরপর জিতে ম্য়াচ জিতে যান সার্বিয়ান তারকা। সুমিত নাগাল (Sumit Nagal) হেরে যান ২–৬, ৬–৩, ৩–৬, ৪–৬ গেমে। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে উইম্বলডনে বয়েজ ডাবলস খেতাব জিতেছিলেন সুমিত।