Share Market | ট্রাম্পের ট্যারিফ রদ হওয়ার পরই চাঙ্গা ভারতের শেয়ার বাজার! পজ়িটিভ হলো দেশের প্রধান দুই স্টক!

Thursday, May 29 2025, 12:12 pm
Share Market | ট্রাম্পের ট্যারিফ রদ হওয়ার পরই চাঙ্গা ভারতের শেয়ার বাজার! পজ়িটিভ হলো দেশের প্রধান দুই স্টক!
highlightKey Highlights

টানা দুদিন পতনের পর বৃহস্পতিবার পজ়িটিভ হলো দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচকের গ্রাফ।


ট্রাম্পের চাপানো রেসিপ্রোক্যাল ট্যারিফ রদ হওয়ার পরই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। টানা দুদিন পতনের পর বৃহস্পতিবার পজ়িটিভ হলো দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচকের গ্রাফ। এ দিন সেনসেক্স ০.৩৯ শতাংশ বা ৩২০ পয়েন্ট বেড়েছে। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক পৌঁছে গিয়েছে ৮১ হাজার ৬৩৩ পয়েন্টে। নিফটি৫০ বেড়েছে ০.৩৩ শতাংশ বা ৮১ পয়েন্ট। এর জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই সূচক পৌঁছে গিয়েছে ২৪ হাজার ৮৩৩ পয়েন্টে। বলা বাহুল্য, ট্রাম্পের শুল্কনীতি রদ হওয়ার পরই এশিয়ার অধিকাংশ বাজার বিপুল অঙ্কে বেড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File