Indian Robotic Army | ২০৪০ থেকে যুদ্ধ করবে ভারতের রোবটবাহিনী, যুগান্তকারী ফোর্স তৈরি প্রতিরক্ষা দপ্তরের
Monday, March 3 2025, 1:28 pm
Key Highlightsসবকিছু ঠিকঠাক চললে ২০৪০ সালে রোবোটিক ফোর্স যুদ্ধ করার মতো জায়গায় চলে আসবে। ভারতীয় সেনায় এই মুহূর্তে মিউলের মতো রোবোটিক ডিভাইস ব্যবহার হচ্ছে।
ভারতে প্রতিরক্ষা ব্যবস্থায় বিপ্লব আসতে চলেছে। সূত্রের খবর, ইন্ডিয়ান আর্মি একটা স্পেশাল ইউনিট তৈরি করতে চলেছে যাঁর পুরোধা হবে স্পেশাল রোবোটিক ফোর্স। অবিকল সেনা জওয়ানের ধাঁচে তৈরী এই রোবটগুলি কেমন দেখতে হবেন? বুলেটপ্রুফ বডি, লম্বায় সাড়ে ৫ থেকে ৬ ফুট, দু হাতে অস্ত্র চালানোর ক্ষমতা থাকবে এই রোবটগুলি। সাধারণ রোবটের তুলনায় দ্রুত চলাফেরা এবং যে কোনও দিকে মুভ করার ক্ষমতা থাকবে এদের। শক্রর সঙ্গে লড়াইয়ের পাশাপাশি টানা নজরদারিও চালাতে পারবে তাঁরা।
- Related topics -
- দেশ
- ভারত
- রোবট
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- আন্তর্জাতিক প্রতিরক্ষা
- ভারতীয় সেনা
- ভারতীয়
- ভারতীয় সেনা

