মুম্বইয়ের লোডশেডিং ছিল ট্রেলার মাত্র, চিনা হ্যাকারদের টার্গেট এখন ভারতের Power Supply
Monday, March 1 2021, 9:46 am
Key Highlights
একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ভারতে আন্তর্জাতিক সাইবার এট্যাকের উৎপাত বেড়েছে এবং সরকারের পরিচালিত ১২টি পাওয়ার সাপ্লাই স্টেশনে নজর রয়েছে হ্যাকারদের। রেকর্ডেড ফিউচার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে চিনা হ্যাকাররা NTPC সহ আরও পাঁচটি রিজিওনাল লোড সেন্টারে টার্গেট করেছিল। তার জন্য ব্যবহার করা হয়েছিল একটি বিশেষ সফটওয়্যার। গত ১৩ই অক্টোবর, ২০২০-তে গোটা মুম্বইয়ে যে লোডশেডিং হয়েছিল, যারফলে সেদিন দুঘণ্টা মুম্বইতে স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল জানা যাচ্ছে সেটা সবে একটি ট্রেলার ছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিদ্যুৎ
- হ্যাকার
- ভারতীয়
- চীন