Poverty in India | মোদি সরকারের আমলে কমেছে ভারতের দারিদ্রতা! ৮.৫ শতাংশে পৌঁছেছে সংখ্যা!

Friday, July 5 2024, 6:33 am
highlightKey Highlights

সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, মোদি সরকারের আমলে অনেকখানি কমেছে দারিদ্রতা।


তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসেছেন নরেন্দ্র মোদি। সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, মোদি সরকারের আমলে অনেকখানি কমেছে দারিদ্রতা। NCAER-এর ‘রিথিঙ্কিং সোশাল সেফটি নেটস ইন এ চ্যালেঞ্জিং সোসাইটি’ নামক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০০৪-০৫ থেকেই দারিদ্র কমতে শুরু করেছিল দেশে। ২০১১-২০১২ সালে দরিদ্র জনতা ছিল ভারতের মোট জনসংখ্যার ২১.২ শতাংশ। এরপর উল্লেখযোগ্যভাবে ২০২২-২৪ সালে সেই সংখ্যাটা কমে ৮.৫ শতাংশে পৌঁছেছে। গবেষণাপত্রে দাবি করা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর একাধিক প্রকল্পের জন্যই কমছে দারিদ্র।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File