Ajit Doval | বেজিংয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে নাম না করেই পাকিস্তানকে বিঁধলেন অজিত ডোভাল
Wednesday, June 25 2025, 6:10 am
Key Highlightsমঙ্গলবার বেজিংয়ে এসসিও-র নিরাপত্তা পরিষদের সচিবদের বৈঠকে নাম না করেই পাকিস্তানকে বিঁধলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
SCOর নিরাপত্তা পরিষদের সচিবদের বৈঠকে যোগ দিতে চিনের রাজধানী বেজিংয়ে গিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকে নাম না করে পাকিস্তানকে তুলোধোনা করলেন তিনি। সেখানে তাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়াতে শোনা যায়। এদিন তিনি বলেন, লস্কর, জইশ, আল কায়দা, আইসিসের মতো জঙ্গি দলগুলি যে এখনও আন্তর্জাতিক আঙিনায় ত্রাস হয়ে রয়েছে। কেবল জঙ্গি নিকেশ করলেই হবে না সংগঠনগুলির আর্থিক মদতের পথ বন্ধ করতে হবে বলে দাবি তাঁর। পরোক্ষভাবে পাকিস্তানকেই কাঠগড়ায় তুলেছেন তিনি, দাবি ওয়াকিবহাল মহলের।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- পাকিস্তান
- ভারত
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
- কেন্দ্রীয় নিরাপত্তা
- সন্ত্রাসবাদী
- সন্ত্রাসবাদ
- সাংবাদিক বৈঠক

