Adani | 'দিল্লির কাছে কোনও গ্রেফতারের পরোয়ানা আসেনি', আদানির ঘুষকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললো ভারতের বিদেশ মন্ত্রক

Friday, November 29 2024, 2:08 pm
Adani | 'দিল্লির কাছে কোনও গ্রেফতারের পরোয়ানা আসেনি', আদানির ঘুষকাণ্ড নিয়ে প্রথমবার  মুখ খুললো ভারতের বিদেশ মন্ত্রক
highlightKey Highlights

আদানির ঘুষকাণ্ডের অভিযোগ নিয়ে এবার প্রথমবার মুখ খুললো ভারতের বিদেশ মন্ত্রক।


আদানির ঘুষকাণ্ডের অভিযোগ নিয়ে এবার প্রথমবার মুখ খুললো ভারতের বিদেশ মন্ত্রক। গৌতম আদানি সহ সংস্থার তিন জনের বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটি নির্দিষ্ট ব্যক্তি এবং সংস্থার মধ্যে বিচারাধীন বিষয়। তবে দিল্লির কাছে কোনও গ্রেফতারের পরোয়ানা বা সমন পৌঁছে দেওয়ার অনুরোধ আসেনি। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘এই ধরনের মামলায় বেশ কিছু আইনি বিষয় থাকে। সেই বিষয়গুলি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে বলেই আমাদের বিশ্বাস। তবে আমাদের কোনও আগাম তথ্য দেওয়া হয়নি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File