খেলাধুলা

Indian Football Team | ৯ বছরে সবচেয়ে খারাপ, FIFA র‍্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে নামলো ভারতের পুরুষ ফুটবল দল!

Indian Football Team | ৯ বছরে সবচেয়ে খারাপ, FIFA র‍্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে নামলো ভারতের পুরুষ ফুটবল দল!
Key Highlights

গত ৯ বছরে সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছে গেল ভারতের পুরুষ ফুটবল দল।

গত ৯ বছরে সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছে গেল ভারতের পুরুষ ফুটবল দল। জুন মাসে টানা দুই ম্যাচে হেরে, ফিফার নতুন র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ নেমে ১৩৩ নম্বরে চলে গেল ভারতের পুরুষ ফুটবল দল। বর্তমানে ভারতের পয়েন্ট ১১১৩.২২, যেখানে পূর্ববর্তী ছিল ১১৩২.০৩। ২০১৬ সালের ডিসেম্বরে ভারতীয় দল ছিল ১৩৫ নম্বরে। ভারতের সবচেয়ে ভালো র‍্যাঙ্কিং ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে। সেই সময়ে তারা পৌঁছেছিল ৯৪ নম্বরে। অন্যদিকে, এশিয়ার ৪৬টি দেশের মধ্যে ভারত এখন ২৪তম স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে জাপান।