IND vs NZ | নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ইনিংস থামল ২৬৩ রানে! লিড মাত্র ২৮ রান
Saturday, November 2 2024, 8:59 am

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের ব্যাটিং ব্যর্থতা, শেষ পর্যন্ত ২৮ রানের লিড নিয়ে ইনিংস শেষ করে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও একই অবস্থা ইন্ডিয়ান ক্রিকেট টিমের। ভারতের ইনিংস থামল ২৬৩ রানে। শেষের দিকে সুন্দরের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ২৮ রানের লিড নিতে পারল ভারত। নিউজিল্যান্ড করে ২৩৫। লাঞ্চের সামান্য আগেই আউট হয়ে যান পন্থ। তিনি করেন ৬০ রান। তার আগে ৩৬ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন। গিলকে ৯০ রানে ফেরালেন আজাজ প্যাটেল। অশ্বিন, সরফরাজকেও আউট। শেষের দিকে ঝোড়ো ইনিংস খেললেন ওয়াশিংটন সুন্দর। রানআউট হলেন আকাশ দীপ। সেখানেই ভারতের ইনিংস থেমে যায় ২৬৩ রানে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- নিউজিল্যান্ড
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।