Underground Water | ফুরিয়ে যাচ্ছে ভারতের মাটির নিচের জল! ২ বছরের মধ্যে দেখা দেবে তীব্র জলকষ্ট

Wednesday, January 22 2025, 6:43 pm
highlightKey Highlights

ক্রমশ কমছে ভারতের মাটির নিচের জল! যার ফলে অচিরেই দেখা দিতে পারে তীব্র জলকষ্ট।


সামনেই দুর্দিন আসছে ভারতের জন্য। ক্রমশ কমছে ভারতের মাটির নিচের জল! যার ফলে অচিরেই দেখা দিতে পারে তীব্র জলকষ্ট। বিজ্ঞানীরা বলছেন, আগামী ২ বছরের মধ্যে ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র জলকষ্ট দেখা দিতে পারে। কেবল ভারতই নয়, মেক্সিকো, মরোক্কো, টিউনিশিয়া, উজবেকিস্তানের মতো দেশেও একই সমস্যা হতে পারে। এই আবহে জলের অপচয় বন্ধ করা নিয়ে দেশের একাধিক রাজ্যকে সতর্ক করা হয়েছে। বিশ্বব্যাঙ্কের পক্ষ থেকেও বিশ্বের তাবড় দেশগুলিকে সতর্ক করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File