GDP | জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপির হার কমে দাঁড়াল ৫.৪ শতাংশে
২০২৪ এর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিকে ভারতের জিডিপির হার কমে দাঁড়াল ৫.৪ শতাংশে।
২০২৪ এর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিকে ভারতের জিডিপির হার কমে দাঁড়াল ৫.৪ শতাংশে। মাসের হিসাবে ধরলে প্রায় ২ বছরের মধ্যেও সবচেয়ে কম। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে জিডিপির বৃদ্ধির হার ৫.৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। এক্ষেত্রে উৎপাদন ক্ষেত্র ও খণিজ সম্পর্কিত ক্ষেত্র বেশ উদ্বেগে রাখছে। এর আগে শেষবার জিডিপি বৃদ্ধির হার এতটা কম ছিল ২০২২ থেকে ২৩ অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে।