India's 4’th Nuclear Submarine । বিশাখাপত্তনমে লঞ্চ হলো ভারতের চতুর্থ পারমাণবিক ডুবোজাহাজ
Tuesday, October 22 2024, 10:16 am
Key Highlights
আইএমএস চক্র, আইএনএস অরিহন্ত, আইএনএস আরিঘাটের পর ভারতের চতুর্থ পারমাণবিক সাবমেরিন নামলো জলে।
গত ১৬ অক্টোবর বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টার থেকে নিক্ষেপ করা হলো ভারতের চতুর্থ পারমাণবিক সাবমেরিন 'এস৪' কোড। গত ১৫ অক্টোবর তেলাঙ্গানায় একটি নেভাল স্টেশন চালু করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার পরদিনই জলে নামানো হলো এই পারমাণবিক ডুবোজাহাজকে। এই সাবমেরিন k4 নিউক্লিয়াল মিসাইল বহনে সক্ষম যা, ৩৫০০ কিমি দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সাবমেরিনটি তৈরিতে ব্যবহৃত সরঞ্জামের ৭৫ শতাংশই ভারতীয়।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- সাবমেরিন