রাজ্য

কলকাতার এসপ্লানেডে তৈরি হল দেশের প্রথম "টায়ার পার্ক" !

কলকাতার এসপ্লানেডে তৈরি হল দেশের প্রথম "টায়ার পার্ক" !
Key Highlights

"টায়ার" যা ব্যবহারের উপযুক্ত না থাকলে আমরা বর্জ্য পদার্থ হিসেবে ফেলে দিই । পরে থাকা টায়ারে জল জমে সৃষ্টি হয় মশার লার্ভা, তাছাড়াও পরিত্যক্ত টায়ার পরিবেশ দূষণ ঘটায় । এবার পরিবহন দপ্তরের একাধিক ডিপো থেকে সেইসব ফেলে দেওয়া টায়ার সংগ্রহ করে, সেগুলি কেটে ও রং করে , বিভিন্ন রকম আকার দেওয়া হয়েছে । এস্প্লানেডের বাস স্ট্যান্ডে রাজ্য পরিবহন দপ্তরের কর্মীদের সাহায্যে তৈরী হল দেশের প্রথম "টায়ার পার্ক", যার প্রবেশমূল্য ১০ টাকা, কিছুদিনের মধ্যেই তা খুলে দে ওয়া হবে । সেখানে থাকবে একটি ফোয়ারা, বাচ্চাদের খেলার জায়গা , হবে গান-বাজনাও ।