India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
Thursday, November 14 2024, 5:00 am
Key Highlights
রেল সূত্রে খবর, দেশে এই প্রথম জলের সাহায্য চলবে ট্রেন। এই ট্রেন চলবে হাইড্রোজেন জ্বালানীর সাহায্যে।
চলতি বছরেই গড়াবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা। রেল সূত্রে খবর, দেশে এই প্রথম জলের সাহায্য চলবে ট্রেন। এই ট্রেন চলবে হাইড্রোজেন জ্বালানীর সাহায্যে। এর জন্য প্রতি ঘণ্টায় লাগবে ৪০,০০০ লিটার জল। জ্বালানির জন্য তৈরি করা হবে বিশেষ জলের ট্যাঙ্কও। দেশজুড়ে মোট ৩৫টি এরকম হাইড্রোজেন পাওয়ারড ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। রেলের মুখপাত্র দিলীপ কুমার সংবাদমাধ্যমে জানান, এক একটি হাইড্রোজেন ট্রেন তৈরি করতে খরচ পড়বে ৮০ কোটি টাকা। এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।
- Related topics -
- ভারতীয় রেল
- ট্রেন
- ভারত
- দেশ