IND vs BAN | বাংলাদেশ সফরে যাচ্ছেনা টিম ইন্ডিয়া, স্থগিত ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ

বিসিসিআই তরফে জানানো হয়েছে, ভারতীয় এবং বাংলাদেশের বোর্ডের মধ্যে আলোচনা করে সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু'দেশের বোর্ড।
চলতি বছরের আগস্ট মাসে তিনটি ওয়ানডে এবং সেপ্টেম্বরে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার। আজ বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে জানানো হলো, সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দু'দেশের বোর্ড। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অশান্ত রয়েছে পরিস্থিতি। ক্রিকেটারদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় বোর্ড। তার জেরেই পেছানো হয়েছে সিরিজ। তবে সিরিজ বাতিল করা হয়নি। সূত্রের খবর, বোর্ডের তরফে শীঘ্রই সিরিজের নয়া সূচি ঘোষণা করা হবে।