কোভিড পরিস্থিতে উদ্বিগ্ন! 'বাড়িতে কী ভাবে অক্সিজেন তৈরি হয়' গুগল সার্চ ভারতবাসীর।
Friday, April 23 2021, 7:12 am
Key Highlightsকোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত প্রায় গোটা দেশ। দেশজুড়ে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষ মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যাও। চারিদিকে অক্সিজেনের হাহাকার,ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। এমন সময় গুগল সার্চ ইঞ্জিনের পরিভাষায় বর্তমানে ট্রেন্ডিং হল ‘কী ভাবে বাড়িতে অক্সিজেন তৈরি করা যায়'। এই তালিকায় সবার উপরে রয়েছে গুজরাতএবং তারপরে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ইত্যাদি জেলাগুলি আছে। বর্তমানে ‘বাড়িতে কী ভাবে অক্সিজেন প্রস্তুত করা যায়’-এর ‘সার্চ ভ্যালু’ হল ১০০।
- Related topics -
- স্বাস্থ্য
- লাইফস্টাইল
- অক্সিজেন

