AFC Asian Cup | AFC এশিয়ান কাপের মূল পর্বে দেশের মেয়েরা, কবে কবে খেলবে ভারত?

যোগ্যতা অর্জন পর্বে দাপটের সঙ্গে খেলে AFC এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ভারতের মহিলা ফুটবল দল।
ফুটবলের এই দুঃসময়ে আশা যোগাচ্ছে ভারতের মহিলা ফুটবল দল ‘ব্লু টাইগ্রেস’। যোগ্যতা অর্জন পর্বে দাপটের সঙ্গে খেলে AFC এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছেছে তাঁরা। ২০২৬ সালে ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে মূল পর্বের টুর্নামেন্ট। মূল পর্বে ভারতের গ্রুপে রয়েছে জাপান, ভিয়েতনাম ও চিন। ৪ মার্চ, ২০২৬: ভারত বনাম ভিয়েতনাম (পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম)। ৭ মার্চ, ২০২৬: ভারত বনাম জাপান (পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম)। ১০ মার্চ, ২০২৬: ভারত বনাম চাইনিজ় তাইপেই (ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম)।