খেলাধুলা

Indian Women Ice Hockey | সরঞ্জাম ধার নিয়ে চলতো প্রশিক্ষণ, সেই ভারতের মহিলা আইস হকি টিম পদক জিতে লিখলো ইতিহাস!

Indian Women Ice Hockey | সরঞ্জাম ধার নিয়ে চলতো প্রশিক্ষণ, সেই ভারতের মহিলা আইস হকি টিম পদক জিতে লিখলো ইতিহাস!
Key Highlights

ইতিহাস তৈরী করলো ভারতের মহিলা আইস হকি টিম! IIHF মহিলা এশিয়া কাপে প্রথমবার কোনও পদক (ব্রোঞ্জ) জয় করলো ভারতের মেয়েরা।

ইতিহাস তৈরী করলো ভারতের মহিলা আইস হকি টিম! IIHF মহিলা এশিয়া কাপে প্রথমবার কোনও পদক (ব্রোঞ্জ) জয় করলো ভারতের মেয়েরা। মোট পাঁচটি ম্যাচে তারা তিনটি ম্যাচে জিতেছে এবং দুটিতে হেরেছে। উল্লেখ্য, লাদাখ এবং স্পিতি উপত্যকার দুর্গম ভূখণ্ডে যাত্রা শুরু করে ভারতের মহিলা আইস হকি টিম। প্রথমদিকে তাদের কাছে প্রশিক্ষণের স্থান, সরঞ্জাম কিছুই ছিল না। পুরুষদের প্রশিক্ষণ শেষ হলে তাদের থেকে সরঞ্জাম ধার নিয়ে কাজ চালাতেন। পরে মহিলারা হিমায়িত পুকুরগুলিকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলেন।