বরফাচ্ছন্ন লাদাখ, সেনাদের স্বাচ্ছন্দ্য দিচ্ছে বিশেষ পলিমার ফাইবারের তৈরি ‘গরম তাঁবু’
Thursday, November 19 2020, 1:03 pm
Key Highlightsশীতের লাদাখে সেনাদের সবচেয়ে বড় শত্রু প্রকৃতি। প্রতিকূল পরিবেশের মোকাবিলা করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কৌশলগত অবস্থানগুলি দখলে রাখতে তাই নানা অভিনব পরিকল্পনা নিয়েছে ভারতীয় সেনা। সামরিক যানের জ্বালানির জন্য পাতালে তেলের ট্যাঙ্ক, আমেরিকা থেকে আনা শীতের পোশাকের বন্দোবস্তের পাশাপাশি নয়া পরিকাঠামো তালিকায় রয়েছে নানা স্বাচ্ছন্দ্যের বন্দোবস্ত যুক্ত তাঁবু। বিশেষ পলিমার ফাইবারের তৈরি এই তাঁবুগুলিতে রয়েছে গরম জলের পাইপ এবং জেনারেটরে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। হিমাঙ্কের ৩০-৪০ ডিগ্রি সেলসিয়াস নীচে সীমান্ত রক্ষায় নিয়োজিত সেনাদের জন্য রুম হিটারেরও ব্যবস্থা রয়েছে এই স্মার্ট তাঁবুগুলিতে। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে দক্ষিণ মেরুতে ভারতীয় অভিযাত্রী দলের সদস্যেরা এ জাতীয় আধুনিক তাঁবু ব্যবহার করে।
- Related topics -
- প্রতিরক্ষা
- লাদাখ
- ভারতীয় সেনা
- প্রতিরক্ষা মন্ত্রক

