ISL | জল্পনার অবসান, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু ইন্ডিয়ান সুপার লিগ! ঘোষণা ক্রীড়ামন্ত্রী!
Tuesday, January 6 2026, 2:18 pm

Key Highlightsমঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
জল্পনার অবসান, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দিল্লিতে ক্লাবের প্রতিনিধি, AIFF এবং ক্রীড়ামন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৪টি দলকে নিয়েই আয়োজিত হবে আগামী মরশুমের ISL। যার মধ্যে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব, কেরালা ব্লাস্টার্স, FC গোয়া, মুম্বই সিটি FC, চেন্নাইয়িন FC, ইন্টার কাশি, SC দিল্লি, বেঙ্গালুরু FC, নর্থইস্ট ইউনাইটেড FC, জামশেদপুর FC এবং ওডিশা FC।


