Donald Trump | ট্রাম্প আতঙ্ক, আমেরিকায় গণহারে চাকরি ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা

Monday, February 10 2025, 3:59 am
highlightKey Highlights

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী হঠাও নীতিতে চরম বিপাকে ভারতীয় পড়ুয়ারা। বিরাট সংখ্যায় পার্ট টাইম চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা।


ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসী হঠাও নীতিতে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। চাকরিতে সেখানকার অধিবাসীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন ট্রাম্প। এর জেরে পার্ট টাইম চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন প্রচুর ভারতীয় পড়ুয়া। নিয়ম অনুযায়ী, F1 ভিসার পড়ুয়াদের সপ্তাহে ২০ ঘণ্টা করে কাজ করতে হয়। ১ বছর পর আবার চাকরির জন্যে প্রশাসনের অনুমতি নিতে  হয়। তবে সে নিয়ম মানেনা বেশিরভাগ লোকই। এবার বিভিন্ন রেস্তোরাঁ, পেট্রোল পাম্পের মতো জায়গায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখছে মার্কিন পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File