Share Market | ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার! ১২০০ পয়েন্ট উঠেছে সেনসেক্স! ১.৬৯ শতাংশ উঠেছে নিফটিও!
Friday, April 11 2025, 7:17 am

শুল্কনীতির ওপর ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
শুল্কনীতির ওপর ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরেই চাঙ্গা হয়ে উঠলো শেয়ার বাজার। শুক্রবার ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি।এদিন সকাল ৯.১৫ মিনিটে দালাল স্ট্রিট খুলতেই দেখা যায় ১২০০ পয়েন্ট উঠেছে সেনসেক্স। ১.৫৮ শতাংশ বেড়ে ৭৫,০০৫.৯১ দিয়ে শুরু হয় বিএসই সেনসেক্স। অন্যদিকে, ১.৬৯ শতাংশ উঠে ২২,৭৭৭.৪৫ এ পৌঁছে গেলো নিফটি ৫০। কেবল ভারতের শেয়ার বাজারই নয়, এশিয়ার বহু দেশের বাজারই এদিন ঊর্ধ্বমুখী। ট্রাম্প জানান, শুল্ক ঘোষণার পরে ৭৫টিরও বেশি দেশ যোগাযোগ করেছে আমেরিকার সঙ্গে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অর্থনৈতিক
- অর্থনীতি
- শেয়ার বাজার
- সেনসেক্স
- শুল্ক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প