Share Market | ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার! ১২০০ পয়েন্ট উঠেছে সেনসেক্স! ১.৬৯ শতাংশ উঠেছে নিফটিও!

Friday, April 11 2025, 7:17 am
highlightKey Highlights

শুল্কনীতির ওপর ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।


শুল্কনীতির ওপর ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরেই চাঙ্গা হয়ে উঠলো শেয়ার বাজার। শুক্রবার ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি।এদিন সকাল ৯.১৫ মিনিটে দালাল স্ট্রিট খুলতেই দেখা যায় ১২০০ পয়েন্ট উঠেছে সেনসেক্স। ১.৫৮ শতাংশ বেড়ে ৭৫,০০৫.৯১ দিয়ে শুরু হয় বিএসই সেনসেক্স। অন্যদিকে, ১.৬৯ শতাংশ উঠে ২২,৭৭৭.৪৫ এ পৌঁছে গেলো নিফটি ৫০। কেবল ভারতের শেয়ার বাজারই নয়, এশিয়ার বহু দেশের বাজারই এদিন ঊর্ধ্বমুখী। ট্রাম্প জানান, শুল্ক ঘোষণার পরে ৭৫টিরও বেশি দেশ যোগাযোগ করেছে আমেরিকার সঙ্গে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File