Abhinav Bindra । অলিম্পিক্স শুরু হওয়ার আগেই বিশেষ সম্মান! ‘অলিম্পিক অর্ডার’ সম্মানে ভূষিত করা হবে ভারতীয় শুটার অভিনব বিন্দ্রাকে

Thursday, July 25 2024, 8:30 am
Abhinav Bindra । অলিম্পিক্স শুরু হওয়ার আগেই বিশেষ সম্মান! ‘অলিম্পিক অর্ডার’ সম্মানে ভূষিত করা হবে ভারতীয় শুটার অভিনব বিন্দ্রাকে
highlightKey Highlights

প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগেই দেশের নাম উজ্জ্বল করলেন ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা।


প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগেই দেশের নাম উজ্জ্বল করলেন ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা। জানা গিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সর্বোচ্চ  সম্মান পাচ্ছেন অলিম্পিকে সোনা জয়ী শুটার অভিনব। আগামী ১০ই আগস্ট অভিনব বিন্দ্রাকে ‘অলিম্পিক অর্ডার’ সম্মানে ভূষিত করা হবে। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনা জেতেন বিন্দ্রা। ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও বিন্দ্রাকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন। প্রসঙ্গত, ‘অলিম্পিক অর্ডার’ এই বিশেষ সম্মান দেওয়া শুরু হয় ১৯৭৫ সাল থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট