পরিবহন২১ জুন থেকে ভারতীয় রেল আরও ৫০টি বিশেষ ট্রেন চালু করতে চলেছে
কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল আগামী ২১ জুন থেকে আরও ৫০টি বিশেষ ট্রেন চালু করার ঘোষণা করলেন। এর পাশাপাশি আগামী ২৫ জুন থেকে গোরক্ষপুর থেকে বান্দ্রা টার্মিনাস পর্যন্ত গৃষ্মকালীন বিশেষ ট্রেন চালু করার কথাও বললেন তিনি। অন্যদিকে ১৪ জুন থেকেই যাত্রা শুরু করেছে ভাগলপুর-দানাপুর, ভাগলপুর-মুজাফ্ফরপুর স্পেশাল ট্রেন। এছাড়া দার্জিলিং মেইল, কলকাতা-শিলঘাট, হাওড়া-রাঁচি শতাব্দী, হাওড়া-আসানসোল ইন্টারসিটি, শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া-মালদাটাউন ইন্টারসিটি, কোলফিল্ড এক্সপ্রেস, হাজার দুয়ারী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, কলকাতা থেকে বালুরঘাটগামী তেভাগা এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর, তিস্তাতোর্ষা এক্সপ্রেস, আসানসোল-টাটা ট্রেনগুলির পরিষেবার কথাও বলা হয়েছে।