পরিবহনবেসরকারি ট্রেন চালাতে অধিকাংশ সংস্থাই আগ্রহী নয়, উৎসাহ নেই কলকাতা ক্লাস্টার নিয়েও
ভারতীয় রেল মন্ত্রক ইতিমধ্যেই বেসরকারি রেল প্রকল্প নিয়ে ২৩ টি সংস্থার সঙ্গে বৈঠক করেছিল । দেশি ও বিদেশি উভয় সংস্থার সাথেই আয়োজন করা হয়েছিল বৈঠকটি । রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ওই বৈঠক আসলে প্রি অ্যাপ্লিকেশন বৈঠক ছিল। পশ্চিমবঙ্গের টিটাগড় ওয়াগনও বেসরকারি রেল নিয়ে এই বৈঠকে হাজির ছিল। যে ২৩ সংস্থা আগ্রহ দেখিয়েছিল তার মধ্যে ছিল বোম্বার্ডিয়ার, অ্যালস্টমের মতো বিদেশি সংস্থা, এবং BHEL, BEML, IRCTC, CAF, মেধা, জে কে বি ইনফ্রাস্ট্রাকচার, ভারত ফোর্জ, স্টারলাইট এর মতো দেশি একাধিক সংস্থা।