Indian Railways | ট্রেনের ওপর নজরদারি, ট্রেন চলাচলের সময় জানতে ‘ডেটা লগার’ বসাচ্ছে ভারতীয় রেল

Saturday, March 29 2025, 3:42 am
highlightKey Highlights

বিভিন্ন রেল স্টেশনে সিগন্যাল কন্ট্রোল রুমের সামনে বসানো হচ্ছে ‘ডেটা লগার’। এর ফলে প্রত্যেকটি রেল স্টেশনে ট্রেন কখন এল, কখন ছেড়ে গেল তার একেবারে সঠিক তথ্য মিলবে।


স্টেশনে ট্রেন কখন এল, কখন ছেড়ে গেল তার সঠিক সময় জানতে নতুন প্রযুক্তির ব্যবহার করছে ভারতীয় রেল। রেল স্টেশনগুলিতে সিগন্যাল কন্ট্রোল রুমের সামনে বসানো হচ্ছে ‘ডেটা লগার’। এই ‘ডেটা লগার’ সবকটি রেলওয়ে জোনের সময়মতো ট্রেন চলাচল সম্পর্কিত রিয়েল টাইম মনিটরিং ডেটা সরাসরি কন্ট্রোলরুমে পাঠাবে। এর ফলে স্টেশনে ট্রেন ঢোকার সময় এবং বের হওয়ার সময়কার তথ্য সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন রেলকর্তারা। ইতিমধ্যেই উত্তর পূর্ব সীমান্ত রেলের ৫৯টি স্টেশনে ডেটা লগার লাগানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File