Indian Railway | ট্রেনের কোন কোচের ক্ষেত্রে বাড়ছে কত ভাড়া? তালিকা প্রকাশ করল ভারতীয় রেল!

সরকারিভাবে ট্রেনের বিভিন্ন কোচের ভাড়া বৃদ্ধির তালিকা প্রকাশ করল রেল।
সরকারিভাবে ট্রেনের বিভিন্ন কোচের ভাড়া বৃদ্ধির তালিকা প্রকাশ করল রেল। জেনারেল কোচ: প্রতি কিমিতে ০.৫ পয়সা বাড়ছে। ৫০১ কিমি থেকে ১,৫০০ কিমির দূরত্বে ভাড়া বাড়ছে ৫ টাকা। ১,৫০১ কিমি থেকে ২,৫০০ কিমি দূরত্বে ১০ টাকা। ২,৫০১ কিমি থেকে ৩,০০০ কিমির দূরত্বে ১৫ টাকা। সাধারণ স্লিপার কোচ: প্রতি কিমিতে হাফ পয়সা। ফার্স্ট ক্লাস (সাধারণ): প্রতি কিমিতে হাফ পয়সা। মেল বা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণি : প্রতি কিমিতে ১ পয়সা। স্লিপার কোচ: প্রতি কিমিতে ১ পয়সা। প্রথম শ্রেণি : প্রতি কিমিতে ১ পয়সা।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- ট্রেন