ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল পূর্ব রেল, একগুচ্ছ নির্দেশ জারি রেলের জিএম-এর
Thursday, March 18 2021, 4:22 am
Key Highlightsনিউ কয়লাঘাট ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে অবশেষে নড়েচড়ে বসল পূর্ব রেল। বুধবার পূর্ব রেলের সব ক’টি ডিভিশনের ম্যানেজার এবং বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অগ্নি সুরক্ষা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন জেনারেল ম্যানেজার মনোজ জোশী। গত ৮ মার্চ পূর্ব রেলের নিউ কয়লাঘাট ভবনের চোদ্দো তলায় ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় চার দমকলকর্মী-সহ মোট ন’জনের মৃত্যু হয়। ঘটনার তদন্তে নিউ কয়লাঘাট ভবনের অগ্নি সুরক্ষা সংক্রান্ত একাধিক গাফিলতির কথা সামনে আসে। তদন্তে জানা যায়, আগুন নেভানোর চেষ্টা করার সময়ে ওই ভবনের হাইড্র্যান্টে জল পাওয়া যায়নি। ফায়ার অ্যালার্ম বা স্প্রিঙ্কলারের বালাই ছিল না সেখানে।
- Related topics -
- পরিষেবা
- রেল পরিষেবা
- অগ্নিকান্ড
- পূর্ব রেল

