Sydney Attack | বন্ডি বিচ হামলাকান্ডের নেপথ্যে ভারতীয়র হাত? হামলাকারীর থেকে মিললো ভারতীয় পাসপোর্ট!

Tuesday, December 16 2025, 2:20 pm
Sydney Attack | বন্ডি বিচ হামলাকান্ডের নেপথ্যে ভারতীয়র হাত? হামলাকারীর থেকে মিললো ভারতীয় পাসপোর্ট!
highlightKey Highlights

ফিলিপিন্সের অভিবাসন দফতর জানিয়েছে, সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট নিয়ে এবং ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে ফিলিপিন্স গিয়েছিল।


ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সিডনির বন্ডি বিচে ২ বন্দুকবাজের হামলায় এবার ভারতীয় যোগ। ইতিমধ্যে এই ঘটনাকে 'জঙ্গি হামলা' বলে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া পুলিশ। জানা গিয়েছে, হামলাকারী সাজিদ আকরাম একজন ভারতীয় নাগরিক। হামলাকারী বাবা ও ছেলে গত মাসে ফিলিপিন্সে গিয়েছিল। ফিলিপিন্সের অভিবাসন দফতর জানিয়েছে, সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট নিয়ে এবং ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে ফিলিপিন্স গিয়েছিল। উল্লেখ্য, ২ আততায়ীর মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর জখম অবস্থায় পাকড়াও করে পাঠানো হয় হাসপাতালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File