Sydney Attack | বন্ডি বিচ হামলাকান্ডের নেপথ্যে ভারতীয়র হাত? হামলাকারীর থেকে মিললো ভারতীয় পাসপোর্ট!

Tuesday, December 16 2025, 2:20 pm
highlightKey Highlights

ফিলিপিন্সের অভিবাসন দফতর জানিয়েছে, সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট নিয়ে এবং ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে ফিলিপিন্স গিয়েছিল।


ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সিডনির বন্ডি বিচে ২ বন্দুকবাজের হামলায় এবার ভারতীয় যোগ। ইতিমধ্যে এই ঘটনাকে 'জঙ্গি হামলা' বলে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া পুলিশ। জানা গিয়েছে, হামলাকারী সাজিদ আকরাম একজন ভারতীয় নাগরিক। হামলাকারী বাবা ও ছেলে গত মাসে ফিলিপিন্সে গিয়েছিল। ফিলিপিন্সের অভিবাসন দফতর জানিয়েছে, সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্ট নিয়ে এবং ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে ফিলিপিন্স গিয়েছিল। উল্লেখ্য, ২ আততায়ীর মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর জখম অবস্থায় পাকড়াও করে পাঠানো হয় হাসপাতালে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File