Apple | বিশ্বমঞ্চে দাপট ভারতীয়দের! অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ!
Wednesday, July 9 2025, 11:55 am
Key Highlightsঅ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান।
বিশ্বমঞ্চে দাপট বাড়লো ভারতীয়র। অ্যাপলের নতুন চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান। চলতি মাসেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি। বর্তমানে সাবিহ খান অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অধীনে রয়েছে বৈশ্বিক সাপ্লাই চেইন, সরবরাহকারী নৈতিকতা কর্মসূচি এবং অপারেশনস টিম। তবে পদোন্নতি হওয়ায় জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন সাহিব খান। জেফের অবসরের পর ডিজাইন টিম সরাসরি সিইও টিম কুকের অধীনে পরিচালিত হবে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অ্যাপল
- ভারতীয়
- ভারত

