আণবিক ও ডিজেল সাবমেরিনের মিশেলে নৌসেনারা টেক্কা দেবে লালফৌজকে

Wednesday, October 6 2021, 3:48 pm
highlightKey Highlights

ভারত মহাসাগরে চিন ক্রমশ আগ্রাসী হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে লালফৌজের রণতরী আন্তর্জাতিক জলসীমায় সদর্পে টহল দিচ্ছে যার ফলে ভারতের প্রতিরক্ষা মহলে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। এরূপ পরিস্থিতিতে আণবিক ও ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনের মিশেলে নৌসেনা লাল-চিনকে টেক্কা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সংবাদ সংস্থা এএনআই কেন্দ্র সরকারের এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, বর্তমানে ডিজেল চালিত ও আণবিক, নৌসেনা এই দুই ধরনের সাবমেরিনই ভাণ্ডারে মজুত রাখতে চাইছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File