illegal immigrants | দ্বিতীয় দফায় ১১৯ অবৈধবাসী ভারতীয় ফিরলো স্বদেশে, কোন রাজ্যের কতজন ফিরলেন ?
Sunday, February 16 2025, 5:15 am
![highlight](/img/target.png)
আমেরিকা থেকে আরও ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করল মার্কিন বিমান।
গত ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ভারতে ফিরেছিল ১০৪ অবৈধবাসী ভারতীয়। শনিবার দ্বিতীয় দফায় মোট ১১৯ জন ভারতীয় ফিরলো স্বদেশে। এদের মধ্যে ৬৭ জন পঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের, ১ জন করে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কশ্মীরের বাসিন্দা আছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আজ রবিবার অমৃতসরে ১৫৭ জন অবৈধবাসী সহ অবতরণ করতে পারে তৃতীয় মার্কিন বিমানটিও।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- ভারতীয়
- নাগরিকত্ব
- মার্কিন যুক্তরাষ্ট্র